দিন দিন বাড়ছে চিকিৎসা ব্যয়! চিকিৎসা খরচ মেটাতে গিয়ে আর্থিক বিপর্যয়ে পড়ছেন অনেকেই কারন মোট চিকিৎসা ব্যয়ের ৬৯ শতাংশ নিজেদেরই বহন করতে হয়। এমন পরিস্থিতি মোকাবেলায়, নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার প্রস্তুতি শুরু হোক আজ থেকেই মেটলাইফ-এর মেডিকেয়ার রাইডারের সাথে। আর বাড়তি সুবিধা হিসেবে মেডিকেয়ার রাইডার এর সাথে পাচ্ছেন 360হেলথ এর প্রিমিয়াম মেম্বারশিপ ফ্রি!*
মেটলাইফ-এর ইন্স্যুরেন্স পলিসির সাথে মেডিকেয়ার রাইডার নিলে আপনি পাচ্ছেন –
১। হসপিটালে ভর্তি থাকাকালীন খরচ, দৈনিক সৰ্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত। নিজের পাশাপাশি পরিবারের বাকি সদস্যদের জন্যও।
২। ডিজিটাল লাইফ কার্ড ব্যবহার করে দেশ জুড়ে ১৫০টির বেশী হসপিটাল ও ডায়াগনোস্টিক সেন্টারে মেডিকেল টেস্টে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট ।
৩। 360হেলথ অ্যাপে পরিবারের সকলের জন্য অনলাইনে ফ্রি ডক্টর কন্সালটেশন ও হোম ডায়াগনোস্টিক সুবিধাতো রয়েছেই।
তাহলে আর দেরি কেন, সুরক্ষার শুরু হোক আজ থেকেই।
মেডিকেয়ার রাইডারের বার্ষিক প্রিমিয়াম ৫ হাজার বা তার বেশী হলে এই অফার প্রযোজ্য
Leave a Reply