মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিগুলোকে পাঠানো এক চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) জানিয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকল বীমা করপোরেশন, বীমা কোম্পানি এবং বীমা সংশ্লিষ্ট অন্যান্য অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। চিঠিতে বলা হয়েছে, এ আদেশ ১ রমজান ১৪৪৬ হিজরি হতে কার্যকর হবে এবং পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে।
পবিত্র রমজান মাসে বর্ণিত অফিস সময়-সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে সংস্থাটির পরিচালক সুবীর চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে।
Leave a Reply