গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে (শনিবার) সুনামগঞ্জের পানসী ইন রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর দঃ সুনামগঞ্জ সার্ভিস পয়েন্টের আয়োজনে ব্যবসায়িক পরিকল্পনা সভা। উক্ত সভায় দঃ সুনামগঞ্জ সার্ভিস পয়েন্টের ইনচার্জ এবং সহকারী প্রকল্প প্রধান মোঃ নুরুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত পরিচালক খলিলুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং অতিঃ ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামি প্রকল্প প্রধান মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সম্মানিত পরিচালক খলিলুর রহমান মাসুম বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শতভাগ শরি’আহ ভিত্তিক ডিজিটালাইজড্ একটি প্রতিষ্ঠান। সর্বোত্তম গ্রাহক সেবা প্রদান এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তিনি সকলকে আরোও উদ্যমী হতে পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স শরি’আহ্ ভিত্তিক মুদারাবা-ওয়াকালাহ্ হাইব্রিড মডেলে পরিচালিত একটি ইসলামি জীবন বীমা প্রতিষ্ঠান। তিনি সম্মানিত গ্রাহকদের সুদমুক্ত জীবন বীমার মাধ্যমে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply